কোথায় এত জল?
কে রেখেছে ধরে?
আমিতো দেখিনা এতটুকু পানের!
অথচ চারিদিকে অথৈ জল!
ঝর্ণাধারার মতো প্রবাহিত শীতল জল।
তবুও কি এই প্রখর তাপে আকন্ঠ তৃষ্ণায়
জ্বলে পুড়ে ছারখার হতে হবে?
তাহলে কি ক্লান্ত ধরণীর বুকে,
লোনা পানির বিশাল জলরাশি;
মেটাতে পারেনি তৃষ্ণার্ত দৃষ্টির
তপ্ত হৃদয়ের সীমাহীন পিপাসা?
শুধুই মিছেমিছি সারাবেলা চেয়ে থাকা।
এ যেন এক লুকোচুরি খেলা!
অহমিকায় জয়ী হতে মেতেছে সে খেলায়।
অনুগত প্রকৃতির হাতেই নিহিত যার ফল,
আমরা শুধুই নির্বাক দর্শক-শ্রোতা তার!