নিগূঢ় আলিঙ্গনে হেঁটে যেতে ইচ্ছে করে
নিরব দুপুরে তোমার হাত ধরে অজানায়
বর্ষা দিনের পড়ন্ত বেলায় বিমোহিত টানে
সাদা-কালো মেঘের স্বপ্ন ভালোবাসায়।
নির্জনে আনমনে সবুজ মেঠো পথ ধরে।
কেউ থাকবে মাঠে-ঘাঠে নিবিষ্ট মনে
আপন মনের কাজের সাথে যুক্ত হয়ে।


চারপাশে থাকবে কিছু সুদৃশ্য অজানা বৃক্ষ
লতা গুল্ম তোমার কালো চোখের মত।
দখিনা এলোমেলো বাতাস বয়ে যাবে
সঙ্গে নিয়ে তোমার সুবাসিত মাতাল চুল।
প্রকৃতি তোমার হৃদয় ছুঁয়ে যাবে ভালোলাগায়
আমি হতে চাই তোমার সারথী আকাঙ্ক্ষায়।


তোমায় আমি হঠাৎ করে খুঁজে বেড়াই
হেঁটে-হেঁটে চেনা পথে দুজনেই হারাই,
অপলক তাকিয়ে থেকে কি দেখ? বুঝিনা।
তখন আমি দিশেহারা হয়ে তোমায় নিয়ে
উদাসী সেই বিকেলে কোথায় যাবো জানিনা।