হিমালয়ের এক পশলা আবহে,
আচ্ছাদিত আমরা পৃথিবীর মানুষ।
সাদা চাদরে ছেয়ে গেছে চারিদিক।
যতই রাত বাড়ুক, শিশির পড়ুক
কিংবা তীব্র শীতে কম্পমান হোক,
প্রাণীকুল  ও বৃক্ষরাজি তবুও;
জীবনের উত্তাপ কি কখনো থেমে গেছে?
ছুটে চলেছি চলমান স্রোতের অনুকূলে।
সত্যকে আঁকড়ে থাকার চেয়ে
মিথ্যাকে পুঞ্জীভূত করে সুখ পেয়েছে
কোন সে মহাকালের যুধিষ্ঠীর?
সূর্যের তাপে হয়তো প্রকৃত রহস্য
উন্মোচিত হবে কোন একদিন!
যেদিন কেউ থাকবে, কেউ থাকবে না।