আমারই প্রাণে
যে ধ্বণী বাজে,
কতদূরে আছো
হে খোদা দয়াময়!
এ রাতের শেষে
যে রবি ভাসে,
তুমি যে কারিগর
এই দুনিয়ার!


হতাশায় ডুবে যাই
নাই কূল কিনারা
তোমারে স্মরে যাই
দাও পথেরই দিশা।


মোহেরই মায়াতে
মত্ত ভোগ-বিলাসে
ভাবিনা তোমারে
ক্ষমা করো আমারে।


এ জীবন ধন্য
তোমার পথে পূণ্য
রেখোনা দূরে
তোমারই নূর হতে।


(ধর্মীয় গীতিকবিতা লেখার অনুপ্রেরণা)