বাতাসে পর্দা নড়ছে
চোখের দৃষ্টি ছড়িয়ে পড়েছে,
ঝাপসা হয়ে আসা দিগন্ত রেখায় মিলিয়ে।
আমার ভেতরে ছুটে চলার ডাক শুনি।
ইচ্ছে শক্তিরা এখন আর আবদ্ধ নেই!
পেছনের খন্ড-খন্ড স্মৃতি ধারণ করে চলেছি
সামনের অজানা আবিস্কারের হাতছানিতে।
হঠাৎ মনে হলো যেন হাওয়ায় ভেসে যাচ্ছি
দেহের ব্যথাগুলো অস্ফুট আঁধারে
আর্তনাদ করে চিৎকার করে বলে উঠে-
"আমায় আজ বেঁধে রেখো না,
আমায় আর পিছু ডেকোনা।"