ভেঙে দাও অন্ধ কুঠুরির মরচে ধরা শৃঙ্খল
তীব্র বজ্রপাতে প্রকম্পিত করো ওই নশ্বর দেহ।
জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও!
চিৎকার করে শোনাও জগতের দুই মেরুর
আশাহত প্রাণে নব চেতনার কাব্য!
থেমে থেকোনা বিষাদ মরুর তপ্ত পথে,
জলহীন পিপাসায় মুমূর্ষু প্রাণের স্পন্দনে;
নিয়ে এসো বেঁচে থাকার আশার বাণী।
ভীষণ ব্যথা দুই পায়ে, তবুও ধীরে এগিয়ে চলো
ব্যস্ত নগরীর মৃত সূর্যের চারপাশে।
অগ্নুৎপাতের ধ্বংসামী প্রলয়ে মানবতার অশ্রুজল
করে চলেছে শীতল, সাগর-মহাসাগরের বুকে
ভালবাসার আকর্ষণের অস্পৃশ্য অতল!
চোখ মেলে তাকিয়ে দেখ,
তোমার সম্মুখে দিগন্ত বিস্তৃত মুক্তির বারতা।
মনের আঁধার ভেদ করে হাত বাড়িয়ে দাও,
তোমারই অপেক্ষায় রয়েছে-
আমি, তুমি কিংবা সে।