চলে যায় কিছুটা দূরের দৃষ্টি
চাইনি তবুও শুরু ঝিরিঝিরি বৃষ্টি,
ঝিলের জলে যেন ছন্দময় বাক্য
রচিত করে চলেছে তোমার মহাকাব্য।
ছায়া কি পড়েছে ঐ স্বচ্ছ জলে?
ভিজবো যেখানে আমি তোমায় নিয়ে।
অথচ নিয়ত তোমার অনুপস্থিত আকর্ষণ
ম্লান করে দিতে পারে এই প্রকৃতির আলোড়ন।
সৌন্দর্যের আঘাতে আমি আহত অভিযাত্রী
ভেবে চলেছি তোমায় নিয়ে রাত অবধি।
সর্বোচ্চ অনুভূতিতে হৃৎপিণ্ড কম্পমান
তোমার অস্তিত্ব যেন সম্মুখে দৃশ্যমান।
অসাড় হয়ে কি শুধু তোমার নিথর সৌন্দর্যে
অনুভবে সারারাত দিবো একাকী কাটিয়ে?
উত্তর নেই তবুও গেয়ে চলেছি ব্যথার গান
হাতছানি দিয়ে ডাকে আমায় জীবনের আহবান।