এ ঘন বরষার জল
থোকা-থোকা কালো মেঘের দল
দিবা-নিশি বিরতিহীন ঝরছে।
মনের গোপন ব্যথাগুলো কাঁদছে!
দীর্ঘ দিনের তপ্ত দেহের গভীরে
এ বরিষণ ছুঁয়ে যাবে কি?
মনের লুকানো বিরহগুলো ,
এ বরষার জলে ধুয়ে যাবে কি?
ঝরঝর বৃষ্টি ধারায় সিক্ত হোক
এ দেহ-মন কিংবা চারিপাশ।
টুপ-টাপ মন্ত্রমধুর ধ্বণিতে
হারিয়ে যাই মেঘের দেশে।
অঝোর জলরাশিতে চেতনারা
নিমজ্জিত হয়ে প্রশ্ন করে,
যার উত্তর আমার কাছে
হয়তো আছে কিংবা নেই!