আমি নিশ্চুপ, নির্লিপ্ত ও স্বপ্নবাজ
এক ক্লান্ত অথচ দুরন্ত এক অভিযাত্রী।
রাতের আঁধার ভেদ করে অন্ধ জোছনায় দেখি
কিছু গাঢ় জমাট বাঁধা ব্যথার পাহাড়,
চোখের সম্মুখে দৃশ্যমান চেতনার ব্যবচ্ছেদ।
ধ্বংস হচ্ছে অভিজ্ঞ এ পৃথিবীর চেনা অংশ
পক্ষান্তরে গড়ে উঠছে অচেনা অন্য অংশ।
আমার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ পৃথিবীর ধুলোয়
ক্রমশ বিলীন হচ্ছে উত্তপ্ত পিচের আঁচে,
আহত পথিকের পায়ে-পায়ে পিষ্ঠ হয়ে।
একবার মৃত চোখে তাকিয়ে দেখি আমার মতো
জীবিত এক বৃক্ষের আলিঙ্গনের হাতছানি!
প্রাণ সঞ্চার করার প্রতিশ্রুতি দিয়ে নিকষ আঁধারে
মিলিয়ে গেছে অনন্তকাল ব্যাপী মৃত্তিকার নিচে শায়িত,
এক জোড়া খোলা চোখের দৃষ্টির নিথর পর্যবেক্ষন।