শূন্য মনের জানালায় দাঁড়িয়ে
দেহের তাপমাত্রা মেপে যাই,
যেখানে অনিবার্য আকর্ষণের
কিছু স্পর্শকাতরতার পূর্ণতা পাই।


আমি কথা বলি ছায়ার সাথে
চাঁদ এসে পড়ে হাতের মুঠোয়,
লজ্জা পেল যেন হঠাৎ করে
মিলিয়ে গেল সূর্যের মাঝে।


ভেসে আছি আমি মেঘের স্পর্শে
তোমার চোখের ইশারায় কাঁপে,
না বলা কথার প্রাণের স্পন্দন
হাত ধরে আবার ছেড়ে দিয়ে।


ঘুমিয়ে কি পড়েছ গভীর রাতে
সৌন্দর্য ছড়িয়ে তোমার চারপাশে,
নিস্তব্ধ নিঃশ্বাসে দেহের অনুরণন
তোমার পৃথিবীতে আমার অন্বেষণ।