রাতের কুয়াশার যান্ত্রিক শহরে
থেমে গেছে দুটি পা,
তবুও সচল রয়েছে পথ।
বন্ধ চোখে দেখছি সবই,
নির্বাক আমি আঁকছি কিছু দৃশ্যপট,
কবিতার খাতায় চলমান জীবনের আঁচ।


আমার আমিকে খুঁজে ফিরি।
সমস্যাগুলো কাঁটা-ছেড়া করি।
সমাধানের পথ যদিও নিজের কাছে।
তবুও সমষ্টিক প্রচেষ্টায় দ্রুতগতিতে,
একটি সুন্দর পৃথিবীতে হয়তো
শান্তির নিঃশ্বাস নিতে পারি!