চোখ মেলে তাকিয়ে দেখি
সমুদ্র তীরের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছি।
কান পেতে শুনি বহুদিন আগে রচিত
জীবনের কাব্যটি কে যেন পড়ে চলেছে।
ঘোর কাটতেই দেখি এ যে নীল মেঘ!
বিশাল জলরাশির উদারতার ছোঁয়ায়
নতুন করে যেন পথ চলতে শুরু করেছে।
সকালে কি বৃষ্টি হয়েছিল?
হয়েছিল হয়তো, নাহলে তপ্ত দেহ
এত অশ্রুজল কোথায় ধারণ করতো?
উত্তর হয়তো জানবো না তবে
যেটুকু জেনেছি সেজন্য হয়তো
ব্যথিত মনের ক্যানভাসে আঁকা
ছবিগুলো কোন এক ইশারায়
নব চেতনায় উজ্জীবিত হয়ে
প্রাণ পেতে শুরু করেছে।