স্থির হয়ে তাকিয়ে আছি যান্ত্রিক নগরীতে।
চলমান জীবনের আঁচে বিষন্ন এই পরিবেশ।
চেতনার মেঘ ঘোলাটে হয়ে দৃষ্টি ঝাপসা করছে।
অনতিক্রম্য পথ মনে মনে পাড়ি দিয়ে,
কখন যে বহুদূরে চলে এসেছি!
তবুও সহসা পেছন ফিরে তাকাতে ইচ্ছে করে।


কষ্ট পেলে এখন আর কষ্ট পাইনা!
পাহাড় সমান অনুভূতি নিয়ে নির্ঘুম বসে আছি।
গভীর রাত আমায় ক্লান্তির ঘুম পাড়িয়ে দেয়,
আবার ভোর সকাল; সযত্নে জাগিয়ে তোলে।
অসমাপ্ত কাব্যের পটভূমিতে আমরা মুখোমুখি।
কেউ আছে কেউ নেই, এটাই এখন সত্য!