এই শহরের সন্ধ্যা বিকেলের ক্ষণে
উচ্চ আর্দ্রতা ক্রমশ হ্রাস পেতে থাকে।
বন্দী থাকা ভাবনার বিচ্ছুরণ ঘটিয়ে
মনের ভেতর হাতছানি দেয়,
তোমার স্পর্শে হারিয়ে যাবার আহবান।
পথে পথে যেন ছড়িয়ে আছে
গোপন ব্যথার রঙহীন চিত্রকল্প!
ছুঁয়ে দেখতে চেয়েছিলাম একদা
থোকায় থোকায় পড়ে থাকা,
ঐ দূর আকাশের কালো মেঘের শরীর!
অথচ এখন আছি মৃত জোছনার ম্লান আলোয়
শোকার্ত বন্দরে নোঙর করে,
স্রোতের অনুকূলে থাকা
এক বিশাল যন্ত্রপিন্ডের মতো।
নিয়ত ক্ষয় হতে থাকা ধূসর পৃথিবীতে
অবশ অনুভূতির দেয়ালে!