হঠাৎ ঘুম ভেঙ্গে গেল কারনটি অজানা।
দরজায় কড়া নাড়ছে বাতাসের আলিঙ্গন।
বিক্ষত অনুভবে মানুষ-পাখির আর্তনাদ!
কর্ণকুহরে যেন প্রবেশ করছে অনবরত,
বিউগলে বেজে ওঠা কোন এক করুণ সুর!


ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে আমাদের ঘ্রাণ-ইন্দ্রিয়,
ক্রমাগত লালসার দংশনে বিবেক নীল বর্ণ!
বিস্তৃত পথে জমাট বাঁধা পাথরের শীতল বিছানা
বয়ে নিয়ে গেছে দিকহীন সাগরের অতল গহীনে।
পৃথিবীর রক্তে লোহিত কণিকা যে ক্রমহ্রাসমান!


ভেঙে পড়েছে প্রাকৃতিক শৃঙ্খল উষ্ণতার অভাবে,
আর্কটিকের বরফ যেন গলছে দেহের অভ্যন্তরে।
উচ্চ রক্তচাপের স্পর্শে আজ হৃৎপিণ্ড এলোমেলো!
জোছনা তবুও ক্রমশ ধাবমান মহাপ্লাবনের দিকে
অমানিশার চোখের আলোতে অভিসারের আশায়।