চেতনার ক্যানভাসে অনন্তকাল
উপর্যুপরি আঘাত হানে,
অদম্য শক্তিতে বলীয়ান হওয়া
ক্ষত-বিক্ষত দেহের অভ্যন্তরে অদৃশ্য মারণাস্ত্র!
অবিরত দহনে রক্ত ঝরা চোখের অগ্নি দৃষ্টিতে,
নির্ভীক নাবিকের সংকল্প তবুও ;
নিমজ্জিত হয়না ঝড়-বিক্ষুব্ধময়
প্রলয়ংকারী উত্তাল সাগরে।


সূর্যস্নানে অভিজ্ঞতার পাহাড়
ক্রমাগত সমৃদ্ধ হয়ে যুদ্ধরত আমি,
জীবনের গ্রহ-উপগ্রহের কক্ষপথে।
কষ্টের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হচ্ছে বিরতিহীন,
আমার চতুর্দিকে রাত-দিন বর্ণিল সমারোহে।
রাতের গলিত শ্বাসে দম বন্ধ প্রতি নিঃশ্বাসে,
তাই স্বপ্নেরা হয়ে গেছে উদ্বিগ্ন এবং
আমি এখন শরবিদ্ধ।