বহুকাল আগে এই পথে
দেখেছিলাম কিছু প্রিয় মুখ।
এই সেই চেনা পথ!
যেখানে থাকতো পড়ে
কিছু মানুষের নিত্য পদচিহ্ন
কালের আবর্তে হারিয়ে গেছে
সহস্র দিন, অগণিত রাত।
অথচ সেই একই পথ
আজ হয়ে গেছে কত অচেনা!
এখন কেউ আছে, আবার কেউ নেই
যারা চলে গেছে তারা এঁকে দিয়ে গেছে
বুকের গভীরে আজন্ম কিছু স্মৃতিচিহ্ন।
অথচ তারা কি জানতে পেরেছিল?
একটি সময় তাদের নিয়েই রচিত হবে
কিছু জমাট বাঁধা নীরব ব্যথার কাব্য!
আজ এই সবুজ ঘাসফুল গুলোর নীচে
নিভে গেছে কিছু জীবন নামের ফানুস
এখানেই দিন-রাত নিথর হয়ে শুয়ে আছে
কারো না কারো প্রিয় কোন মানুষ।