রাত খুব একটা গভীর হয়নি
জানালার বাইরে উদগীরণ হচ্ছে
হৃদয় সচলায়তন করার উষার আভা!
পারবে কি করতে সচল বিদগ্ধ অন্তরে
পূঞ্জীভূত দীর্ঘদিনের অঙ্কুরিত প্রাণ?
প্রতীক্ষিত সময় যদিও ধরাছোঁয়ার বাইরে
তবুও ভেতর থেকে কেঁপে কেঁপে উঠে
অগ্নুৎপাতের গহবরে বিষাদময় লাভা।
মস্তিষ্কের কার্যক্ষমতা শব্দ করে বলে উঠে
আপন কক্ষপথে দেহাতীত ছুটে চলো
কারণ, তোমাকে হাঁটতে হবেনা।
পথই তোমাকে বয়ে নিয়ে যাবে।
তাই দিনের এ পর্যায়ে এসে মনে হয়
নগর-উপনগরের দিকে নিয়ত ধাবমান
আমি যেন এক নির্বাক ভাষার সারথী।