প্রস্তর চোখ ধূসর রাজপথে
রক্ত বরফের লুন্ঠিত আবেগ,
এ ধরায় মহাজাগতিক প্রলয়ে
আছড়ে পড়ে সৈনিকের রণক্ষেত্রে!
অনুভূতির দুর্বৃত্ত ছুরিকাঘাত করে,
রুদ্রবীণার সম্মোহিত সুরে বাজে;
বুকের পাঁজরের শিরা-উপশিরা।
স্পর্শ যেন কংক্রিটের দেহে
অঙ্কন করেছে অতীতের চিহ্ন
আমাদের ধারণকৃত সুখের সন্তাপ।
এ নয় অভিনয়! এ শুধু জ্বালাময়,
সন্ত্রস্ত চিত্তে, উচ্চারিত কন্ঠে
পরাহত পৃথিবীর সুশ্রী সন্ত্রাস।