সময়টা যেন কথা বলতে চাইলো
কি কথা বলবে বিপরীত মুখে?
আমরা কি কোন কিছু রোধ করতে পেরেছি?
যা হবার তাই হয়েছে!
অবসন্ন পৃথিবী ভেঙে যাচ্ছে ক্রমশ,
আশ্রয় চাচ্ছে ঐশ্বর্যময় সাগরের কাছে।
এই পৃথিবী যে ভীষণ তৃষ্ণার্ত!
লোনা পানিতে কি তার তৃষ্ণা মিটবে?
ক্লান্ত দেহে শুয়ে আছে সাগরের মাঝে
যদি কোন চলমান জাহাজের
জীবিত মাস্তুল চোখে পড়ে!
পরিত্রাণ পাওয়ার আশায়;
ঝর্ণার জলে মিলিয়ে যাবে বলে।