অন্ধকার আকাশে দ্যুতিময় তারারা
          নীরবতা ভেঙে আহবান জানায়
বয়ে চলা জীবনের নির্মোহ বিশ্লেষণে।
          বৃষ্টিরা সারারাত ছন্দময় গান শুনিয়ে
ক্লান্ত হয়ে ঘুমের দেশে হারিয়ে যায়।
          রাতের বাতাস ফিসফিস করে ধূসর
দেয়ালের সাথে মৃদু স্বরে কথা বলে
          যার মানে আমরা খুঁজিনি কখনও।
অথচ বসে আছি মেঘলা রাতে অদেখা
          জোছনার শোকার্ত উপকূল ছুঁয়ে।