যদি কখনো হঠাৎ করে
দেখা হয়ে যায়!
প্রথমেই কি চিনবে আমায়?
অপ্রস্তুত দৃষ্টিতে নির্বাক বিস্ময়ে!
কিছু কি বলতে চাইবে?
তবে কি সন্ধ্যা রাতের আকর্ষণে,
এক পশলা বৃষ্টি ভেজা আর্দ্রতার;
কৌতূহল নিয়ে তাকিয়ে থাকবে?
তোমার ভেতরে আনমনে
এখনো কি আমায় খোঁজে?
পড়ন্ত দুপুরে কিংবা নির্জনে
মধ্যরাতের মেঘলা আকাশে,
মায়াবী সুঘ্রাণ ছড়ানো;
কোন এক ক্ষণে।
বৃষ্টির রাতে পাখিরা হয়তো
নিরাপদ আশ্রয় খুঁজে ফেরে।
যেমনটি খুঁজে নিয়মের বেড়াজালে,
আবদ্ধ থাকা একজোড়া স্বপ্নময় দৃষ্টি।