ভোরের ছায়ারা তখনও সরে যায়নি
দাঁড়িয়ে ছিল চিলেকোঠার ওপাশে
একটি গান শোনাবে বলে।
কান পেতে রইলাম,
তখনও গানটি শুরু হয়নি।
অথচ কেউ নাকি পুরনো সুরে
গানটি গেয়ে ফেলেছে।
তবে কি এই ক্ষয়া চোখের
ভুলের বিন্যাস পরাবাস্তব
জীবনে নির্মম সত্য?
তাই ঘুমিয়ে যাচ্ছি ক্রমশ
জেগে উঠে স্বপ্ন দেখবো বলে।