উপকূল অতিক্রম করে তীরে দাঁড়িয়ে আছি,
পেছনে রেখে তোমার হাতের স্পর্শের উষ্ণতা।
সাগরের তলদেশে তোমার পরিচিত ছায়া ক্রমশ,
অদৃশ্য হয়ে সূর্যের আলিঙ্গনে মিলিয়ে যাচ্ছে।


আমরা যেন হেঁটে চলেছি দিন-রাতের সমান্তরালে,
মনে হয় খুব ভোরে তুমি এসেছিলে আলো নেভাতে।
সম্মোহনী শক্তির হাতছানি দেয়া আক্রান্ত ভাবনায়,
মনে হয় খুব রাতে তুমি এসেছিলে আলো জ্বালাতে।