কেন চলে গেলে? বলো, কেন?
যখন একটি স্মৃতি সুন্দর,
তখন তাকে মুছে ফেলা কঠিন!
আমি যে কতটা চেষ্টা করেছি,
এখন কিছুই করার নেই!
রাতের গহীনে স্মৃতিগুলো
আমাকে মেরে ফেলে!
যখন অঝোরে বৃষ্টি ঝরে,
দমকা বাতাস উড়িয়ে নেয়
জানি তুমি তখন অনেক দূরে!
জানিনা আমি, এ অবস্থার কারণ কি।
কেন আমাদের মধ্যে কথা হয়েছিল?
কেন তুমি বিদায় না বলে চলে গেলে?
বলো কেন চলে গেলে?
আমার মন ভেঙ্গে গেছে!
আমি সেই কবিতাটি যখন পড়ি
বিষন্ন হয়ে যাই।
যখন তোমাকে ভাবি,
মনটা খারাপ হয়ে যায়!
অন্তত একটি অযুহাত দাও
যাতে কিছু সান্ত্বনা পাই।
আমি জানি তোমার ভেতরে
তুমিও এটা কল্পনা করো!
আমায় ফেলে তুমি চলে গেলে,
যদি আমাদের এখানেই শেষ হয়;
তবে কি আমি বিশ্বাসঘাতক?
তুমিই তো পালিয়ে গেলে!
যদি সত্যি তাই হয়,
প্রতিজ্ঞা করছি সামলে নেবার!
যতোই চেষ্টা করছি,
তোমাকে ভুলতে পারছিনা;
মুছে ফেলতে পারছিনা!
কত যে তোমাকে অনুভব করি!
কিভাবে তুমি অস্বীকার করবে?
রোমান্টিক কবিতা কিংবা গান
তোমাকে মনে করিয়ে দেয়!
এসবই ভালোবাসা!
এখনও বেঁচে আছে।