গতিশীল ধরায় হাহাকার ভাসে,
আকাশ-পাতাল ভেদ করে;
নিপীড়িতের মুক্তির আকাঙ্ক্ষা।
হৃদকম্পন থেমে যায় এক মুহুর্তের তরে,
কে দেবে ভরসা অন্ধকার কুঠুরিতে?
সমাজের ক্ষত সংস্কার করে শোষিতের ব্যথা
প্রশমন করেছে কোন সে মহাকাব্য?
শুনতে চাই আমি সেই অন্তরালের বাণী
অব্যক্ত রয়েছে শত সহস্র বছর ধরে!
বিস্তীর্ণ জনপদের সংগ্রামী প্রাণ
ধ্বংসযজ্ঞের মাঝেও বেঁচে আছে!
প্রতিনিয়ত উদগীরণ করে চলেছে
যাপিত জীবনের প্রখর খরতাপ,
সূর্যের নিচে কিংবা বৃষ্টিতে ভিজে।