অপরাহ্নের তাপে গাঢ় আঁধার
দুই জোড়া চোখ আকষ্মিক স্থির।
সহসা অপলক দৃষ্টিতে দাউ-দাউ করে
জ্বলে উঠলো ধূসর চারিপাশ!
দেহের এ রক্ত প্রবাহ জমাট বাঁধে
খুব চেনা ওই ঘৃণার চাহনিতে!
যদিও আজ অচেনা আমরা
নির্বাসিত পৃথক দুটি গ্রহে!
তবুও ছুটে যেতে চাই সেই টানে,
আহত স্পর্শে নিহত চেতনা;
পুনর্জন্ম নেয়না দুর্নিবার আকর্ষণের
নিরেট হতাশার অশ্রুবিন্দুর বৃত্তে।