একটি ছায়া এসে মাঝে-মাঝে
মনে হয় স্পর্শ করে আমায় গোপনে,
অনুভব করতে থাকি বন্ধ চোখে।
তীব্র ব্যথা পুরো দেহ থেকে ক্রমশ,
ছড়িয়ে পড়েছে আমার নতুন কাব্যে।
বৃষ্টিতে আমার অচেনা দেহ ভিজেনা।
পথের কোলাহল থেকে সৃষ্ট প্রাণ
বজ্রপাতে পুড়ে ছারখার সচল হৎপিন্ড।
সাড়া দিচ্ছেনা অনেক ডাকা-ডাকিতেও।
ঘড়িতে তখন এ্যালার্ম বেজে উঠলো
তাকিয়ে দেখি আমি উত্তপ্ত শহরের শ্মশানে।