শাণিত করো এ অন্তর
হে প্রখর খরতাপ!
নিয়ে তোমার দ্যুতিময় শিখা।
প্রজ্জ্বলিত করো বিদগ্ধ মানুষের চেতনা,
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা
হিমশীতল বরফের আঁচে;
জীবনের কঠিন সংগ্রামে যারা টিকে আছে।


আকাশের বিশালতা ভেদ করে
হে কালবৈশাখী!
অতল সাগরের বিশাল জলরাশির
পরাক্রমশালী ঢেউ সঙ্গী করে,
আছড়ে পড়ো মহা গর্জনে;
ধুয়ে-মুছে পৃথিবীর অশুভ জঞ্জাল
কোটি প্রাণের এই মৃত্তিকার আশ্রয়ে।