আমি যদি কোন এক
নদীর পাড়ে আনমনে  
ভরদুপুরে হাঁটতে থাকি,
ছোট ছোট নাম না জানা
ফুল গাছ আমার পাশে
থেকে তখন সঙ্গ দিবে।
তবুও আমি ক্লান্ত হবোনা
সেই অচেনা পথের বাঁকে,
চিরচেনা সুর সাথে নিয়ে।
দিকহীন চোখের ভাঁজে
সহসা শ্রাবণের বৃষ্টিতে,
মনে হয় যেন মায়াবী
সেই তুমি দাঁড়িয়ে পাশে।