মৃত্তিকা ভেদ করে প্রগাঢ় অনুভূতি
পৃথিবীতে অসময়ের আগন্তুক হিসেবে
নিয়ত ভেসে যাচ্ছি,
স্রোতহীন সময়ের বিস্তীর্ণ জলরাশিতে!
সারি-সারি অনুভূতি বাঁধাহীন ছুটে যায়,
নাগালের বাইরে থাকা কিছু
আকাঙ্ক্ষার বিচ্ছুরণ;
সামনে এসে দাঁড়ায় পরিচিত দৃশ্যে।
জীবনের হিসেব মিলিয়ে যায়,
অনিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের কর্কট শহরে।
যতদূর চোখ যায় সেদিকেই হাঁটতে থাকি
সঙ্গে নিয়ে প্রত্যাশার বর্ষণ,
নিশীথ রাতে শেষ প্রশান্তির অন্বেষণে।