নিশীথ রাতে এক সমুদ্র প্রশান্তি নিয়ে
দাঁড়িয়ে আছো, হে কোমলমতি বৃক্ষ।
জগতের কোলাহল থেকে একান্ত নিভৃতে
নিজেকে সমস্ত বিরহ সুখের মোহের উর্ধ্বে।


হে নিষ্পাপ বৃক্ষ! কখনো সঙ্গোপনে
জড়িয়ে থাকো তৃষ্ণার্ত প্রেমময় দৃষ্টি নিয়ে,
বিষাদ নয়নে স্পর্শ করতে না পেরে
ঐ দূর আকাশের সৌন্দর্যে বিমোহিত হয়ে।


হে অভিজ্ঞ হৃদয়ের বৃক্ষ! আলোকিত করো
নিকষ রাতে শুভ্র চাঁদের অবগাহনে স্নান করে।
উষ্ণতার ছোঁয়ার পরশে  কেঁপে কেঁপে উঠে,
সবুজের অমৃত সুধা পান করে নিশি ভোর হয়ে।


হে ঘনিষ্ঠ বন্ধু, বৃক্ষ! শুনেই চলেছ গোপন ব্যথার
দিগন্ত বিস্তৃত গল্প নিয়ে রচিত কাব্য অনবরত।
যেখানে পাই ঘুমের ঘোরে অলীক কিছু স্বপ্ন-চিত্র;
যা হয়তোবা কখনো হয়েছে বা হয়নি সত্য।