এক পশলা প্রবল বৃষ্টির স্রোতে
পথ ভিজে গেছে।
এখনো শীতল জলের ধারা
বয়ে চলেছে আপনমনে।
অথচ মনের গহীনে কি ভিজেছে?
নাকি ভিতরের এই অদেখা তৃষ্ণা
আরো বাড়িয়ে দিয়েছে?
যদি তাই হবে তাহলে আমরা
শুধুই অবিরত এই জলের কাব্য
দিবানিশি লিখে চলেছি।
আমিতো এক নির্মল শান্তির
বৃষ্টির পূর্বের মোহময়
অন্ধকার পৃথিবী চেয়েছিলাম!
দিনের তপ্ত আলোতে
মিথ্যা মোহের পেছনে ছুটতে চাইনি।
মনের ভিতরের আলো দিয়েই
পৃথিবীর অদৃশ্য আঁধার
ভেদ করতে চেয়েছিলাম!
যেটা একা করা কি সম্ভব?
এই প্রশ্নের উত্তর কি আছে?