হঠাৎ খেয়াল করলাম বহুদিন পরে আজ
মরচে পড়া জানালার শৃঙ্খল ভেদ করে,
ক্রমহ্রাসমান নিঃশ্বাসের ভাবনাহীন বিশ্বাস
বিশালায়তন আবহ নিয়ে ঝরে পড়লো।
দেখলাম বারান্দায় বসবাস করা কিছু
ছোট ছোট ফুল গাছ পাতা মেলে ধরে,
যেন কিছু বলছে আর আমার মনে-
দীর্ঘ ধূসর অবসাদের ক্লান্তির ঘুম আসছে।
অথচ দু'চোখের পাতা এক করতে পারছিনা!
মনে পড়ে গেল বহুদূরে পথের ধারে
দীর্ঘ এক বিলের কোল ঘেঁষে;
নিঃসঙ্গ দাঁড়িয়ে ছিল একটি চিরহরিৎ গাছ।
মনে মনে ভাবলাম শুধু মানুষ কেন?
প্রকৃতিও আজ ধীরে ধীরে নিঃস্ব হতে চলেছে!
স্বয়ংক্রিয় ভাবে জন্ম নেওয়া,
নিয়ন্ত্রণহীন আবেগের বশবর্তী হয়ে
জেগে থাকা ও ঘুমিয়ে পড়া সময়ের মাঝে।
হাত ধরে ঝাঁকুনি দিলাম।
খুব ভোরে আমার সঙ্গে জেগে উঠবে বলে!