খুব ভোরে দরজা খুলে বাইরে এলাম।
কেউ জানেনি, কোন শব্দ হয়নি!
মনে পড়ে গেল বহুবছর আগে,
এমনই এক ভোর বেলায় পুকুর পাড়ে
কিছু ফুল গাছ থেকে অসংখ্য মোহনীয়
সুগন্ধিময় ফুলে আচ্ছাদিত হয়েছিল
স্নিগ্ধ-সতেজ বৃষ্টিভেজা মেঠো পথ!
এখন উচ্চ তাপমাত্রা বিকিরণের
কংক্রিটের ভিড়ের এই শহরে পাব কি
হারিয়ে ফেলা সেই অতিক্রান্ত সময়ের,
স্মৃতিময় জীবনের নির্মল প্রশান্তি?
তবে মন থেকে সেই প্রশান্তির মুহূর্ত
বর্তমান অস্থিরতার ক্ষণেও মুছে যায়নি!
সর্বদা অন্তরে ধারণ করে চলেছি,
প্রাকৃতিক জগতের বিশুদ্ধ কোমলতা
ক্রমশ ক্ষয়িষ্ণু এই কৃত্রিম জনপদে।