শত সহস্র বছর ব্যাপী জ্বলন্ত এ ধরিত্রী
উদগীরন করে চলেছে জাগতিক সব সুখ-দুঃখ, ক্লেশ, হতাশা কিংবা ক্রোধ।
সহসা প্রলয়ংকারী ধ্বংসযজ্ঞ ঘটিয়ে কি বলতে চায় সে?
আমরা মানুষেরা শুধু আপন কক্ষপথেই হেঁটে চলেছি
প্রখর তাপদাহ কিংবা হিম শীতল ঝড় বৃষ্টি উপেক্ষা করে!
পর্বতারোহীর মত মৃত্যুভয় না করে কাঙ্ক্ষিত চূড়ায় উঠে,
পেরেছি কি স্বভাবজাত আস্ফালন, অজ্ঞানতা কিংবা অসততা
এক ধাক্কায় নিচে ফেলে দিতে?
আমরা জানি এই দুরহ কাজ করা সম্ভব নয়,
তবে কখনো স্বগতোক্তি করেছি কি?
আমাদের ভেতর থেকে প্রচেষ্টা ছিল কি?
নাকি সেটা শুধু দৃঢ় প্রেরণার মিথ্যা আশ্বাসের ফুলঝুরিতে
কিংবা বই-পুস্তকের অভ্যন্তরের পাতায় পাতায় সজ্জিত করে রেখেছি?
তবে কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠছিনা?
কেন পারছিনা এই অভিজ্ঞ ধরণীকে স্বর্গোদ্যান করে তুলতে?
জানি এসব প্রশ্নের উত্তর হয়তো আমাদেরই রয়েছে।
শুধু সঞ্জীবনী শক্তিতে বাস্তব রূপ দেওয়াটাই বাকী!