নিমগ্ন দৃষ্টিতে তোমার অনুপস্থিত উপস্থিতি
রাতের আকাশে জড়িয়ে থাকা দীপ্যমান তারা,
তাকিয়ে আছে অবাধ্য সেই হেঁয়ালির মোহে।
সৌন্দর্যের অবগাহনে সিক্ত তৃষ্ণার্ত এ হৃদয়
ভিজেও যেন ভিজেনা ভরা নদীর মোহনায়!


জানালা দিয়ে পড়ন্ত বেলায় তাকিয়ে দেখি
তোমার ঘ্রাণে সুরভিত অব্যক্ত ভাবনাগুলো,
ডাকছে চিরচেনা সেই অপরূপ চাহনিতে।
জলোচ্ছ্বাসের মতো যেথায় আছড়ে পড়ে
বিপদ সংকেতের দিকে নেইকো খেয়াল!


যদিও হাঁটছি তোমার জোছনার কিনার দিয়ে
জোয়ার এলে কি কখনো বাঁধা দিয়েছো?
আঁধার রাতের আলোতে দেখা তোমার পূর্ণিমা।
নিছকই ছুটে যেতে চেয়েছি প্রবল আকর্ষণে
যেদিন তুমি অপেক্ষা করবে আমার জন্য!