দু'চোখ বুজে আসে ক্লান্তির ছোঁয়ায় তবুও,
দূরের পথটিতে জীবনের চলাচল থেমে নেই।
শীতের কুয়াশামাখা মাঝরাত মনে করে দেয়,
অতীতে ঘটে যাওয়া কিছু দৃশ্যপট সম্মুখেই।
রাতটা যেন সংজ্ঞাহীন আমরাও তাই নিদ্রাহীন,
নদীর জলে আমার ছায়ায় তোমায় অন্বেষণ।
সবকিছু কেমন যেন হয়ে গেছে আবছা আলোতে,
জোছনায় লেখা কথাগুলো হারালো জল-ধারাতে।
অপেক্ষায় আছি ঘুম সরিয়ে সারারাত তাকিয়ে,
রাত পেরিয়ে ভোর হলে বের হবো শব্দহীন পায়ে।