প্রতিশোধ নিচ্ছে এ পৃথিবী!
তীব্র দাবদাহে জ্বলে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে!
আর্কটিকের বরফ গলে যাচ্ছে,
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে,
কখনো অতি বৃষ্টির ফলে বন্যা
আবার অনাবৃষ্টির কারণে খরা হচ্ছে!
ভেঙে পড়েছে প্রকৃতির শৃঙ্খল বিক্রিয়া!
মাইলের পর মাইল বন পুড়ে ছাই হচ্ছে!
পশু-পাখি, প্রাণীকুল বেঘোরে মারা পড়ছে!
প্রকৃতির অভয়ারণ্য এবং ফসলের ক্ষেত ধ্বংস করে
মানব জাতির জন্য হুমকি স্বরূপ স্থাপনা তৈরি হচ্ছে!
বিষাক্ত কেমিক্যালের কারখানা স্থাপনের ফলে
বাতাসের অক্সিজেন বিনষ্ট হয়ে,
নিত্য-নতুন রোগ ব্যধি বৃদ্ধি পাচ্ছে!
নদীতে বিষাক্ত বর্জ্য পদার্থ ফেলে এবং
নদী ভরাট করে পানি দূষণ করা হচ্ছে!
এসব অজ্ঞানতার কর্ম-কান্ডের প্রভাবে প্রতিনিয়ত
মানুষ ও জীব-জন্তুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে!
আরো যে কত কত নিষ্ঠুর উপায়ে পরিবেশের
ক্ষতি সাধন করা হচ্ছে তার যে ইয়ত্তা নেই!


এখন মনে প্রশ্ন জাগে কে বা কারা প্রতিনিয়ত
ধ্বংস করে চলেছে আমাদের এই
শান্তিময় ও সুন্দর পৃথিবী?
যারা এই ন্যাক্কারজনক অপকর্ম করে চলেছে,
তারা কি জানে যে তারা মূর্খের মতো
নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে!
নিজের প্রাণপ্রিয় শিশু-সন্তানদের জন্য ভয়াবহ
নরকপুরী প্রস্তুত করে রেখে যাচ্ছে!
অর্থ ও ক্ষমতার লোভে পৃথিবীকে দিনে দিনে
ছুরিকাঘাত করে হত্যা করছে!
অথচ এই অঢেল অর্থ কখনোই সে ও তার
ভবিষ্যৎ বংশধরেরা ভোগ করে যেতে পারেনা!


সুতরাং, এখনো সময় আছে আমাদের মুমূর্ষু
এই পৃথিবীকে সুস্থ করে বাঁচিয়ে তোলার!
নিজেদের ও সন্তানদের জন্য সুস্থ, বিশুদ্ধ ও
বসবাসযোগ্য পৃথিবী তৈরি করার!
চলো সবাই জেগে উঠি একসাথে!
কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে।
নতুন জীবনের সন্ধানে।