হে জীবিত প্রাণ!
নব আনন্দে জাগো।
ঘুমিয়ে থেকোনা নিথর দৃষ্টিতে
বিপ্লবী ও বিনাশী প্রাণে জাগো।
শুধু একবার জাগো।
এই প্রান্ত হতে ওই প্রান্তে
মহাজাগরনে জাগো।
মুমূর্ষু প্রাণের সুস্থতার
আশার আলোতে জাগো।
হতাশার বিরহী প্রহরে,
ঘোর অমানিশায় জাগো।
অসাড় পঙ্কিলতার বিরুদ্ধে
আপনা থেকেই জাগো।
নির্বোধের কুসংস্কারাচ্ছন্ন
গোঁড়ামির করাল গ্রাস থেকে
উদ্ভাবনী শক্তিতে জাগো।
মিথ্যের মায়াজালের
দুর্ভেদ্য অন্ধকার হতে,
সংগ্রামী স্রোতে ধূসর নয়নে
খোলা চোখে জাগো।
রোদমুখো দৃষ্টিতে কঠিন সময়ে
রূদ্ধ পথে সীমাহীন আঘাতে
জেগে থেকেও জাগো,
একটিবার হলেও জাগো!