বিস্তৃত জনপদের অগণিত দুঃখ
সাগর-মহাসাগরের গর্ভ থেকে;
মহাপ্রলয়ের অন্তরালে আছড়ে পড়ে,
গাঢ় নীল জোছনার বেশে মুমূর্ষু আশ্রয়ে।
সংগ্রামী চেতনায় উজ্জীবিত প্রাণ
অন্বেষণ করতে থাকে নতুন আশায়,
বেঁচে থাকার একমুঠো প্রেরণা!
ক্ষয়িষ্ণু প্রাচীরের দাগ কাটা সময়ে,
আমি যেন এক যোদ্ধা!
তাকিয়ে আছি তীক্ষ্ণ দৃষ্টিতে,
গুলিবিদ্ধ দেহে উপর্যুপরি আঘাতে
রক্তাক্ত প্রান্তরে স্বপ্নের বাস্তবায়নে।
অন্ধকার ভেদ করে অগ্রসরমান,
ঝড়-বিক্ষুব্ধ মহাসাগরের অতলে
জীবনের শেষ রক্ত বিন্দু অবধি।