চোখ বন্ধ করি আবার তাকাই
মনের আকাশে কালো মেঘ জমাই।
সেই মেঘের কালি দিয়ে আবার জীবনের গল্প লিখি!
এ কোন পৃথিবী?
নতুন নাকি পুরনো?
হবে একটা।
তাহলে আমি কোন কাব্য লিখবো?
যে কাব্যে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি ঘটেনি?
তবে রাত ও দিন কিন্তু অবিরাম হেঁটেই চলেছে!
ক্লান্তিবিহীন কিংবা নির্ঘুম।
ঝড়ের পরে নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে
মানুষ ও পাখিরা ছুটে চলে।
তবে আমার কিন্তু ঝড়-বৃষ্টির রাতে
বাইরে তাকিয়ে থাকতে ভাল লাগে!
তখন মনে হয় মনের ভিতরের দৃশ্য
সিক্ত চোখের সামনে বাস্তবে দেখতে পাচ্ছি!