কেঁপে উঠছে চারিপাশ তার ক্রোধ নিয়ে
নিশ্চুপ আঁধারে মৃত্তিকা ভেদ করে
শুকিয়ে যাওয়া কান্নার নদী।
অনন্ত আগুনে পোড়া মুখের হাসিতে
ভেঙে পড়ছে নিয়মের হাস্যকর দেয়াল।
ছাই হয়ে মিশে গেছি পিচঢালা রাজপথে
বুনো উল্লাসে পৈশাচিক নির্যাতন তাই,
প্রাণদন্ড দেয় আমাদের মানবিক বিপর্যয়ে।
বাস্তব সত্য হচ্ছে-
এখন আর তোমাকে দেখতে পাচ্ছিনা,
এখন আর তোমার স্পর্শ পাচ্ছিনা।