নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা একটি প্রাণ!
চোখে কাজল দিয়ে জলের ক্যানভাসে ছবি আঁকে।
এলোমেলো ভাবনারা হাওয়ায় মিলিয়ে যায়।
একটু যেন কাঁপন ধরে ঐ চোখের ইশারায়!
মধ্য রাতের কুয়াশার স্পর্শে তোমার অনুভব
ক্লান্ত দুটি চোখ এক করতে দেয়না।
নিঃশব্দতার পিনপতন শব্দ,
তোমার কথা পৌঁছে দেয়;
কর্ণকুহর থেকে দেহের প্রতিটি শিরা-উপশিরায়।
এক মুহুর্তের জাগরণে রচিত হতে পারে মহাকাব্য!
পথের কোণের ধুলো ও কিছু ছোট-ছোট,
মায়াবী বর্ণিল গাছের সাথে দাঁড়িয়ে আছি।
একবার এসে দেখোনা কে সে?
নতুন চাঁদের আলোকিত আঁধারে।