প্রিয় হতাশার প্রাচীর
কেন সঙ্গী করো আমায়?
দীর্ঘ বছরব্যাপী বিস্তৃত
এ শোকার্ত জনপদে।
শরীর পুড়ে ছাই হয়
ওই আঁধার চোখের জলোচ্ছ্বাসে।
প্রশ্ন থেকে যায় আমাদের স্মৃতির
ক্ষয়ে যাওয়া এপিটাফের বুকে।
রাত গভীরে ঘুম ভেঙে যায়
অমাবস্যার চাদরে শুয়ে,
চেতনার রক্তাক্ত দেহে।
পথের ধুলোয় নিয়ত ম্লান হয়
আহত পায়ের বিষাদের ছাপ।
শুন্য দৃষ্টিতে তোমার পানে তাকিয়ে
ধূসর হয়ে যাওয়া আমার
সবুজ হৃদয়ের সমাধি।