ভেঙে পড়েছে মনের অভ্যন্তরে
অনুভূতির দেয়াল তোমার চাহনিতে!
আজকাল চোখের কাজলটি খুব চোখে পড়ে।
ভীষণ গাঢ়! প্রবল বর্ষণের পূর্ব মুহূর্তে
আকাশে যেমন ঘন কালো মেঘ জমে থাকে।
ক্লান্ত সূর্যের আলোকময় রশ্মির আড়ালে
আমার লুকিয়ে থাকার কারণ,
নির্ণয় করতে চেয়েছো কি কখনো?
আমায় দেখে কি তোমার ভেতরে
বিকেলের ঝড়ো হাওয়ার মতো আন্দোলিত হয়?
কথাচ্ছলে সহসা তোমার দিকে তাকালাম।
অপ্রস্তুত তোমার চোখ দুটো কাঁপিয়ে,
আমার চোখ থেকে দৃষ্টি ফিরিয়ে নিলে!
তারমানে এতক্ষণ তুমি আমাকেই দেখছিলে!