হেঁটে চলা সেই চেনা পথে আজ
পথচলা যেন অচেনা হয়ে গেছে!
যদিও সেই পথ আগের মতোই আছে।
নেই শুধু কিছু পদচিহ্ন,
কালের গর্ভে যা হারিয়ে গেছে।


শুনেছিলাম কিছু কথা,
যেগুলো আজো বাতাসে ভেসে বেড়ায়।
হারাবে না হয়তো কোনদিন;
হঠাৎ বৃষ্টিতে কিংবা ঘন কুয়াশায়,
অনুমতি বিহীন ফিরে ফিরে আসবে।


সবই স্মৃতি হয়ে থাকবে,
কারো সুখের অথবা কারো দুঃখের।
শুধু আমার লিখা কোন এক কবিতার জন্য
হয়তো আমায় মনে রাখতে হবে,
আমায় তোমার খুঁজতে হবে।


(সেই মানুষের প্রতি যার লেখা কোন এক কবিতা কারো ভাল লেগেছিল, যেজন্য মনের অগোচরে কবিতার স্রষ্টাকে মনে রেখেছিল)