পাহাড-ঝর্ণা জলের ছড়া
সরু মেঠোপথ,
পাহাড় চূড়ায় দুলছে দেখো
মেঘে রাঙা নথ।


বুনো ফুলে সুবাস ছড়ায়
ঝিঁ ঝিঁর ডাক,
গহীন মুরায় রাতে ডাকে
শেয়ালের ঝাঁক।


জুম বাগানের সবুজ ক্ষেতে
ধান ফলায় চাষী,
ফলের বাহার ঔষুধি গাছে
রাঙা ফুলের হাসি।


ঝর্ণা পাহাড় শ্যামল বনে
সবুজের ধাম,
শান্তির নীড় মেঘের কোলে
আমার গ্রাম।