শীতের সকালে
কেউ কাঁপে থরথরে
কেউ খায় পিঠা
গুড় পুরে ঝরঝরে।


পথের ধারে
শীতে কাবু অসহায়,
ছন্নছাড়া শিশু
দিনে এনে দিনে খায়।


শীতের রাতে
আগুনে শীত বিলাস
পেটের ক্ষুধায়
উড়ে অনাহারের তাস।


শীতে হোক বর্ষা
তাদের ও চাই আহার
খাদ্য বস্ত্র আলয়
পূরণ হোক অধিকার।