রুবাই-৬
ঢেউয়ের তোপে মাস্তুল ভাঙ্গে
ঘূর্ণিপাকে একলা নাবিক গাঙ্গে,
শান্ত জলে অশান্ত তুফান এ কি!
নিস্ফল বাঁধ,জল ছুঁয়েছে চাঙ্গে।


রুবাই-৭
শিশিতে জমছে নয়নের আতর
বরফের কিংবা খটখটে পাথর।
পাঠাবো “আল-লাতীফের” ডাকে,
রজনীসব তাঁর প্রতিদানে কাতর।


রুবাই-৮
কিনবো সদাই বকুল ফুলের দোকানে
অচিন পাখির কুজন ডাকে গহীন বনে,
ঝাঁকায় নিয়ে আনবো মনের নৌকাতে।
ফুলের মালা পড়াবো তবে নির্মল মনে।


রুবাই-৯
পৌষের রাতে কুয়াশা মাখা শীত,
নিঝুম রাত চুপচাপ,নাই কোন গীত
গরম ভাপের সুরুয়া ঝোলের ঘ্রাণ
কাব্য খাতার কাগজের রঙ পীত।


রুবাই-১০
অন্ধ পথিক ঘুরে পথে মুসাফির বেশে,
খুঁজে ফিরে পথে পথে খোদার ঠিকানা।
পথিক বেশে হঠাৎ মুর্শিদ এলো দেশে,
দশক পরে অন্ধ তার পথ ফেলো শেষে।